আলমডাঙ্গা ব্যুরো: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদল নেতা সৈয়দ লিমনের সুস্থতা কামনায় গতকাল আলমডাঙ্গায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদল নেতা রানা আহমেদ, রহিদুল ইসলাম রহিদের আয়োজনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির একাংশের সভাপতি ইসরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, বিএনপি নেতা আলী হোসেন, মফিজ উদ্দীন, জহুরুল ইসলাম, ছাত্রদল নেতা সনি, সুমন, মজিবুল, সোহেল, মুস্তাকিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি সৈয়দ লিমন রংপুর শহরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।