স্টাফ রিপোর্টার: স্থগিত হওয়া ৭টি পৌরসভায় গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এগুলো হলো নরসিংদীর মাধবদী, ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভা। এই ৭ পৌরসভার ৪টিতে নৌকা ও ৩টিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নৌকা প্রতীকে আজ যাঁরা নির্বাচিত বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির ২ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হুমায়ূন কবির মল্লিক। তিনি পেয়েছেন ১ হাজার ৬৩৫ ভোট।
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল ২০টি কেন্দ্রের মধ্যে ১৯টিতে ১৪ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি জহির উদ্দিন হারুন পেয়েছেন ১০ হাজার ৮০৭ ভোট। স্থগিত একটি কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬১ জন। মাদারীপুরের কালকিনি পৌরসভায় ৭ হাজার ১২৮ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান পেয়েছেন ৬ হাজার ৮৮ ভোট।
নরসিংদীর মাধবদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. মোশাররফ হোসেন প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১২ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মো. ইলিয়াছ পেয়েছেন ৮ হাজার ৩২৯ ভোট। এ জয়ের মধ্যে দিয়ে ২১ বছর পর এ পৌরসভায় আওয়ামী লীগের কেউ মেয়র হলেন।
ধানের শীষে জয়ী হলেন যাঁরা ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১২ হাজার ৭৪৪ ভোট। মির্জা ফয়সল আমীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার ২৯ হাজার ৯১২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাখাওয়াৎ হোসেন পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির তারিক আবুল আলা চৌধুরী ৮ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট। বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ সরকার ৫ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন।