ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় মঙ্গলবার রাতে সজিব রহমান (১৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সজিব রহমান ওয়াজির আলী হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে ব্যাপারীপাড়ার নতুন মসজিদ পাড়ার আব্দুস সাত্তারের বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তাদের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার সময় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার ওপর উপর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ আলম জানান, সজিবের লাঞ্চ ফুটো হয়ে গেছে, সেখান থেকে হাওয়া বের হচ্ছে, জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানাস্তর করা হয়েছে। অপরদিকে সজিব আহত হওয়ার খবর শুনে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ হাসপালে ছুটে যান এবং সজিবের চিকিৎসার খোঁজ খবর নেন। এ ব্যাপার ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।