জীবননগর ব্যুরো: জীবননগরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ৱ্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল আলম, কৃষি সাম্প্রসারণ কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জহুরুল হক। এ সময় জীবননগর উপজেলা মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।