স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের বিশেষ কোটায় ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস সূত্রে জানা যায়।
সূত্র মতে, এ বছর মুক্তিযোদ্ধা কোটা থেকে ৮১, প্রতিবন্ধী কোটা থেকে ১৫, উপজাতি কোটা থেকে ১০, দলিত/হরিজন কোটা থেকে ২ জন মোট ১০৮ জন ভর্তিচ্ছু বিশেষ কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আগামীকাল থেকে ১৭ জানুয়ারির মধ্যে উত্তীর্ণ ভর্তিচ্ছুদেরকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারীদের এবং ১০ জানুয়ারি বিশেষ কোটার অন্যান্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।