বিসিএসে কোটা শিথিলে সম্মতি
স্টাফ রিপোর্টার: বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রীসভা। মুক্তিযোদ্ধা, নারী কিংবা নৃতাত্ত্বিক কোটায় কাউকে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্যস্থান পূরণ করা হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়া ৩৪তম বিসিএস’র নিয়োগে কোটার বিপরীতে ৬৭২ টি পদশূন্য রয়েছে। ৩৫তম বিসিএস এগুলো যোগ হবে এবং কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া হবে। নিয়োগ হয়ে যাওয়া ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম বিসিএসের মেধা তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে। অন্যদিকে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া ৩৫তম বিসিএসে মোট ১৮০৩টি পদে নিয়োগ দেয়া হবে। এই বিসিএসেও কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে যোগ্য লোক না পাওয়া গেলে সেগুলোও এই বিসিএসের মেধা তালিকা থেকে পূরণ করা হবে, বলেন সচিব। মুক্তিযোদ্ধা, নারী, নৃতাত্ত্বিক ইত্যাদি কোটার বিপরীতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। এই কারণে পদ শূন্য থেকে যাচ্ছে। এতে সঙ্কট তৈরি হয়েছে। এই সব পদ পূরণে মন্ত্রীসভা থেকে অনুমোদন নেয়া হলো।
রংপুরে পুলিশ-ভ্যানের চাপায় শিশুসহ নিহত ৫
স্টাফ রিপোর্টার: রংপুর কেন্দ্রীয় কারাগারের পিকাপ ভ্যানের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো, আনার কলি (৫), আইরিন আক্তার (২৫), সবুর উদ্দিন (৬৫), আলীম উদ্দিন (৫০) ও ধনজয় (৫০)। গতকাল সোমবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাগলাপীর ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর কারাগারের পিকাপ-ভ্যানে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার সন্ধ্যায় জেলা কেন্দ্রীয় কারাগারের পিকাপ-ভ্যানটি সৈয়দপুর থেকে রংপুর আসছিলো। এ সময় ওই মহাসড়কের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় পিকাপ-ভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটো রিকশাকে চাপা দেয়।
শিক্ষকদের কর্মবিরতিতে অচল উচ্চশিক্ষা কার্যক্রম
স্টাফ রিপোর্টার: ৮ম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কটি অচল হয়ে পড়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে গতকাল সোমবার সকাল থেকে পূর্বঘোষিত এই লাগাতার কর্মসূচি শুরু হয়। সোমবার দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নেয়া হয়নি। শিক্ষকরা প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করেন নি। ইসলামি বিশ্ববিদ্যালয় সরেজমিন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সোমবার ক্যাম্পাসে শিক্ষকদের উপস্থিতি মোটামুটি লক্ষ্য করা গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম। সবকটি বিভাগে তালা ঝুলতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ছিলো স্বাভাবিক। ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ৮ম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে, অবমাননা করা হয়েছে। যতক্ষণ এই বৈষম্যমূলক বেতন কাঠামো প্রত্যাখান ও পূনঃনির্ধারণ না করা হবে ততোদিন আমাদের এই লাগাতার কর্মসূচি অব্যহত থাকবে।
সুকুমার রায়ের আনন্দে হ–য–ব–র–ল
স্টাফ রিপোর্টার: সপ্তম শ্রেণির বাংলা পাঠ্যবই ‘সপ্তবর্ণায়’ স্থান পেয়েছে বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের ‘আনন্দ’ কবিতাটি। কিন্তু কবিতার লাইনগুলো এলোমেলো। কবিতার প্রথম লাইনের খণ্ডাংশকে পাঠ্যবইয়ে বানানো হয়েছে নবম লাইন। দ্বিতীয় লাইনের শেষ খণ্ডাংশকে করা হয়েছে দশম লাইন। এভাবে ৮টি লাইনের গরমিলে কবিতাটিতে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিষয়টি খতিয়ে দেখছে। কোলকাতার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায় ও পার্থ বসু সম্পাদিত সুকুমার রায়ের সমগ্র শিশুসাহিত্যে (প্রথম প্রকাশ বৈশাখ ১৩৮৩, ষোড়শ মুদ্রণ ভাদ্র, ১৪১৯) কবিতাটি আছে।