স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার দুই পুলিশ সদস্যকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সকালে যশোর শহরের পুলিশ লাইন টালিখোলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যশোর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল শুকুর আলী সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হোটেলে নাস্তা খেয়ে ফিরছিলেন। পথে টালিখোলা মাদরাসার সামনে পৌঁছুলে ৩/৪জন দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয়। এ সময় দুর্বৃত্তরা পিস্তল ঠেকিয়ে জাহাঙ্গীর আলমের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইলফোন ও আড়াই হাজার টাকা ছিনতাই করে নেয়। পুলিশ সদস্যরা এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন ও পুলিশ ছুটে যায়। জনতা সেখান থেকে মাহফুজুর রহমান শান্টু (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক শান্টু টালিখোলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় কনস্টেবল জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।