বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ : অনুভুত হচ্ছে তীব্র শীত

স্টাফ রিপোর্টার: জেকে বসেছে শীত। চুয়াডাঙ্গা, মেহেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তাপমাত্রা তরতর করে হ্রাস পাচ্ছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুরে দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮ দশমিক ৪ এবং সর্বোচ্চ ছিলো পটুয়াখালীতে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদী অববাহিকায় রাতে ঘন কুয়াশা পড়তে পারে। এদিকে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা আশা ও এফএনবি’র উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস অতিথি হিসেবে ২শ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আশা’র কেন্দ্রীয় কর্মকর্তা আহসান হাবিব, জুএডি চুয়াডাঙ্গা জেলার সিনিয়র ম্যানেজার এসএম আবু দাউদ, এফএনবি’র কর্মকর্তা হারুন অর রশিদ এবং চুয়াডাঙ্গা-১ ও ২ ব্রাঞ্চের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য আশা ও এফএনবি’র এই উদ্যোগের প্রশংসা করেন।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চিৎলা ইউনিয়ন পরিষদে ইউনিয়নের হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, ইউপি সচিব চির কুমার, ইউপি সদস্য ইমদাদুল হক টুকু, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, ফাতেমা খাতুন, মিতা খাতুন প্রমুখ।
এদিকে গাংনী আলমেরাজ ফাউন্ডেশন ও এফএনবির যৌথ উদ্যোগে গাংনী মোড়ে যুবলীগের পার্টি অফিসে ইউনিয়নের হত দরিদ্র ১শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমেরাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম বিডিআর, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, জালাল হোসেন, মাবিয়া খাতুন, আক্কাস আলী, এনামুল, আলিহীম, আসমানখালী পুলিশ ফাঁড়ির এসআই জামাল প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনীস্থ জেলা কার্যালয় থেকে ৩শ কম্বল বিভিন্ন এলাকার দুস্থ মানুষের মাঝে প্রেরণ করা হয়। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড নুর আহমেদ বকুলের পক্ষ থেকে প্রেরণ করা কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা দফতর সম্পাদক আবুল হাসেম, সদস্য আইনাল হক, ওমর ফারুক, গাংনী উপজেলা সম্পাদক আব্দুর রশীদ, সদস্য আরজ আলী ও তৈয়ব আলীসহ নেতৃবৃন্দ।