স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়ছে। সংগঠনের অতিরিক্ত সচিব ডা. মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আলমডাঙ্গার ডা. নাজমুল হককে আহ্বায়ক, ডা. সাইফুল ইসলামকে যুগ্মআহ্বায়ক, চুয়াডাঙ্গা সদরের ডা. রবিউল ইসলামকে সদস্য সচিব, যুগ্মসদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ, সদস্য আলমডাঙ্গার ডা. আব্দুল ওয়াদেহ স্বপন, চুয়াডাঙ্গা সদরের ডা. রওশন আমিন রতন, ডা. রাশেদ আহম্মেদ রন্টু, দামুড়হুদার ডা. রোকনুজ্জামান ডা. ওয়াসিম আলী, আলমডাঙ্গার ডা. মহসিন আরা মায়া, দামুড়হুদার ডা. মাসুম বিল্লাহ, জীবননগরের ডা. জাহাঙ্গীর আলম, ডা. বখতিয়ার হোসেন, ডা. রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা সদরের ডা. মখলেছুর রহমান, ডা. আহসান হাবীব, জীবননগরের ডা. আজিজুল হক, দামুড়হুদার ডা. জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা সদরের ডা. রুহিনা সানজিদ আরা তাসমি, ডা. সাবিনা ইয়াসমিন, দামুড়হুদার ডা. এলিচ আক্তার ও ডা. সাইফুল ইসলাম।