মাথাভাঙ্গা মনিটর: একটা বিশ্বকাপ জিততে না পারার হতাশা খুব পোড়ায় লিওনেল মেসিকে। এমনকি পাঁচটি বর্ষসেরা পুরস্কারের বিনিময়ে হলেও এ শিরোপাটা চান আর্জেন্টিনা অধিনায়ক! ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে সংবাদ সম্মেলনে মেসির বিশ্বকাপের অভাবের ব্যথাটা মনে করিয়ে দেন সাংবাদিকরা। বর্ষসেরার পাঁচটি পুরস্কার, নাকি একটি বিশ্বকাপ শিরোপা? মেসি কী চাইবেন?
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে রানারআপ হওয়া আর্জেন্টিনার অধিনায়ক বলেন, এটা খুব কঠিন একটা প্রশ্ন। নিশ্চিতভাবে একজন খেলোয়াড় হিসেবে আপনার সর্বোচ্চ লক্ষ্য বিশ্বকাপের শিরোপা। অবশ্যই আমি এটাই বেছে নেবো।