স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নূরনগরে ঠাকুরপুর মোড়ে দুর্ঘটনায় এক পথচারীসহ মোটরসাইকেল চালকসহ আরোহী তিন জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দু সহোদর চুয়াডাঙ্গা জাফরপুর ঈদগাঁপাড়ার রিগ্যান ও লিখন একটি মোটরসাইকেলযোগ শহর থেকে বাড়ি ফিরছিলো। অপরদিকে পথচারী সিরাজগঞ্জের শাহাজাদপুর আহম্মেদপুরের শুকুর আলী (৪৫) রাস্তা পার হচ্ছিলেন। মোটরসাইকেলের ধাক্কায় শুকুর আলী আছড়ে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মোটরসাইকেল চালক আরোহী দু সহোদরও আহত হন। তিন জনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিগ্যান ও লিখন জাফরপুরের আতিয়ার রহমানের ছেলে। আর শুকুর আলী তার ছোটভাই জাফরপুর ব্র্যাকের স্টাফ রমজানের বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে।