ঝিনাইদহ প্রতিনিধি: ‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যা, মাদকের প্রতি না’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৱ্যালি ও আলোচনাসভায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক নাজমুল কবিরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।