স্টাফ রিপোর্টার: নতুন বছরের শুরুতেই জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এবার জিম্বাবুয়ে জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে দেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার হাই-টেক পার্ক লি:। এবার বাংলাদেশ সফরে প্র্যাকটিস এবং মূল খেলায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের খেলোয়াড়দের গায়ে থাকবে মিনিস্টারের জার্সি। গত রোববার এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অলটাইম বাংলাদেশ এটিবি ফার্মের জেনারেল ম্যানেজার ইমরুল কাওসার ইমন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের পক্ষে ব্র্যান্ড ম্যানেজার কে এম জি কিবরিয়া।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান বলেন, একটি দেশিয় প্রতিষ্ঠান হিসেবে একটি বিদেশি দলকে স্পন্সর করতে পেরে আমরা গর্বিত। এটি সারা পৃথিবীতে নতুন পরিচয় সৃষ্টি করবে। তিনি আরো বলেন, আমরা সব সময়ই ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করতে চাই। আর তারই ধারাবাহিকতায় আমাদের এ উদ্যোগ। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এক সময় বিশ্ব ক্রিকেটের নেতৃত্ব দেবে। আর তেমনি বাংলাদেশি ব্র্যান্ডগুলোও বিশ্ব ক্রিকেটের পৃষ্টপোষক হিসেবে নেতৃত্ব দেবে।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে স্প্রি বকরা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৩ জানুয়ারি ঢাকা ছাড়বে এল্টন চিগম্বুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল।