জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়

স্টাফ রিপোর্টার: চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকেল সাড়ে পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে চিগুম্বুরা শিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০ সদস্যের জিম্বাবুয়ে দল উঠবে সোনারগাঁ হোটেলে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিমানযোগে যশোর যাবে দলটি। এরপর সেখান থেকে বাসে করে খুলনায় পৌঁছুনোর কথা রয়েছে চিগুম্বুরা বাহিনীর।
গত বছরের নভেম্বরেই বাংলাদেশ সফরে এসেছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেবার মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলেছিলো তারা। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিলো তারা। তবে টি-২০ সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল জিম্বাবুয়ে। এবার জিম্বাবুয়ে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।