গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে তিনি হাজতমুক্ত হয়ে বামন্দী পৌঁছুলে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন। শহিদুল ইসলামকে অর্ভথ্যনা জানাতে গাংনী থেকে কয়েক শ’ মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা মেহেরপুর পৌঁছান। দুপুরের দিকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছান নেতাকর্মীরা। সেখানে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে শহিদুল ইসলাম বিশ্বাসকে বরণ করা হয়।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার বানু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর সভার নবনির্বাচিত মেয়র জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাহারবাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, মটমুড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার ও উপজেলা সৈনিকলীগের সহসভাপতি ফারুক হাসান।
আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বেল্টু হত্যা মামলার আসামি হিসেবে গত বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত রোববার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। শহিদুল ইসলাম বিশ্বাস তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য। তার মুক্তির দাবিতে গত শনিবার কলেজের সামনের সড়কে মানববন্ধন করে কলেজ কর্তৃপক্ষ।