স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়েছে মালদ্বীপ। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে এই ম্যাচে তৃতীয় মিনিটে আব্দুল্লাহ আহমেদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। পঞ্চদশ মিনিটে কম্বোডিয়াকে সমতায় ফেরান ভ্যানডেথ সন। ৩৮তম মিনিটে মালদ্বীপের নিয়াজ হাসান ও কম্বোডিয়ার ডিনা টিট যোগ করা সময়ে লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। ৭৭তম মিনিটে নিয়াজের ব্যক্তিগত দ্বিতীয় গোল মালদ্বীপের জয় নিশ্চত করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে কম্বোডিয়া। একই দিনে, একই ভেন্যুতে মালদ্বীপের সঙ্গে খেলবে প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।