স্টাফ রিপোর্টার: স্পিনারদের অসাধারণ বোলিঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইয়ুথ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়টি ৮ উইকেটের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক এ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ১১৪ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৭৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
৯.২ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনিই। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার। তৃতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে হবে আগামী শনিবার।