মাথাভাঙ্গা মনিটর: চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ডেল স্টেইন। চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলার সময় কাঁধে চোট পান স্টেইন। ডারবানে সেই ম্যাচ ২৪১ রানে হেরেছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে দ্বিতীয় টেস্ট চলার সময় স্টেইনের চোট নিয়ে ভালো খবরই এসেছিলো। কিন্তু ড্র হওয়া সেই ম্যাচ শেষে স্টেইন নিজেই তার সেরে ওঠার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ বলে জানান।
দক্ষিণ আফ্রিকা দলের সাথে সোমবার জোহানেসবার্গে যাননি স্টেইন। আগামী বৃহস্পতিবার এখানেই শুরু হবে তৃতীয় টেস্ট। ৮২ টেস্টে ৪০৬ উইকেট পাওয়া স্টেইন কেপ টাউনেই আছেন। সেখানেই আরেকবার কাঁধের স্ক্যান করাবেন তিনি। স্টেইন না থাকায় হয়তো কেপ টাউন টেস্টে খেলা বোলিং আক্রমণ নিয়েই এ ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে পায়ের পেশির কারণে কেপ টাউনে খেলতে না পারা কাইল অ্যাবট সেরে উঠেছেন।