কেএ মান্নান: আলমডাঙ্গার ঘোষবিলা মধুপুর বাজার বানিনাথপুর কৈমারা সড়কের গঙ্গা-কপোতাক্ষ সেচখালের ব্রিজটি ভেঙেচুরে বেহালদশা হয়েছে। তবু জীবনের প্রয়োজনে বাধ্য হয়েই এ ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে পার হচ্ছে দুপারের হাজারো মানুষ ও যানবাহন। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের সীমানাকে দুই ভাগে বিভক্ত করেছে গঙ্গা-কপোতাক্ষ সেচখাল। তাই এপার ওপারের সম্পর্কের নিবিড় বন্ধন ও গুরুত্বপূর্ণ যোগসুত্র গঙ্গা-কপোতাক্ষ সেচখালের ব্রিজটি। একসময় এলাকাবাসী ব্রিজটির নামকরণ করে উপজেলা ব্রিজ নামে। অথচ বয়সের ভারে নুয়ে পড়তে বসেছে এ ব্রিজটি। ধ্বসে পড়ার উপক্রোম সত্ত্বেও এ ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জীবনের তাগিদে এ ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মানুষ, পার হচ্ছে ছোটোখাটো যান। ব্রিজটির এ বেহাল দশায় কৃষি মালামালসহ এলাকার গুরুত্বপুর্ণ অর্থকরি ফসল বহনও পারাপারে দুর্ভোগ কৃষককে নিত্য লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। ব্রিজটি সংস্কার এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে উঠলেও দেখার কি কেউ নেই?