চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি মামলায় আটক ৩ সন্দেহভাজন আসামির মধ্যে ১জন ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি মামলায় আটক ৩ সন্দেহভাজন আসামির মধ্যে ১জন ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গত ৮ জানুয়ারি দিনগত রাতে উপজেলার খুদিয়াখালী গ্রামের মৃত আরজেত আলীর ছেলে হারুন (৩০) ও কান্তপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ফিরোজ আলীকে (২৬) আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি মাঝহাদের আব্দুল কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাহকে আটক করে। তাদেরকে চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। গত ৬ জানুয়ারি ভোরে খুদিয়াখালী ব্রিজের নিকটবর্তী স্থানে রাস্তায় গাছ ফেলে ওই ডাকাতি করা হয়। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসের ভেতর উঠে যাত্রীদের মারধর করে সোনার গয়নাসহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার সংশ্লিষ্ট মামলায় আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, আটক সন্দেহভাজন আসামি ফিরোজ ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিতে গিয়ে ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।