স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরিফ রানা নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে মন্ত্রীর নিজ বাড়ি পাবনার ঈশ্বরদী ছুটে যান জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সেখানে তিনি ভূমি মন্ত্রীর সাথে কথা বলে তাকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, রানা শরীফ তার স্ত্রীসহ দুজন নিকট আত্মীয়কে সাথে নিয়ে তার চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর শুক্রবার রাতে কুয়াশায় তাদের গাড়ি আটকে যায়। সেসময় পেছন থেকে আসা একটি গাড়ি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এবং গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় রানা শরিফ তার স্ত্রী ও অপর ৩ জন আহত হন। রানাসহ আহত সবাইকে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল সাড়ে ১১টায় রানাকে মৃত ঘোষণা করেন।