মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধি লঙ্ঘন করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এ উইকেটকিপার ব্যাটসম্যানকে। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম জানান, আচরণবিধি ভাঙার জন্য করাচিতে গত সপ্তাহে ম্যাচ রেফারি আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। যে কোনো সংস্করণ বা পর্যায়ের ক্রিকেটের জন্য এটি প্রযোজ্য। এ জন্য তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে না। ধারনা করা হচ্ছে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে ইউনাইটেড ব্যাংক লিমিটেডের বিপক্ষে সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটিডের হয়ে খেলার সময় পোশাক-বিধি মানেননি তিনি। সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটেডের মতো দলগুলো পোশাকে পিসিবি অনুমোদিত একটি লোগোই রাখতে পারবে। আকমল পিসিবির অনুমোদনবিহীন কোনো লোগো পরেছিলেন। এ ধরনের অপরাধ করার জন্য আকমলকে কায়েদ-এ-আজম ট্রফিতে এর আগেও দুবার সতর্ক করা হয়েছিলো। তৃতীয়বারের জন্য আচরণ বিধি ভাঙায় ম্যাচ রেফারি এ শাস্তি দেন।
অকল্যান্ডে আগামী শুক্রবার প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।