দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দশমী পাড়ার মরহুম হাজি মোস্তাক আহম্মেদের ছোট জামাতা চুয়াডাঙ্গা জেলা শহরের জিনতলাপাড়ার মৃত শামছুদ্দিন আহম্মেদের ছেলে সবার প্রিয় মুখ ডা. বোরহান উদ্দিন আহম্মেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা দশমীপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। রাত ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে মরহুমের জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা ইমাম সমিতির সভাপতি বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাজি মাও. শফিকুল ইসলাম, দশমী জামে মসজিদের ইমাম হাফেজ মহসিন আলী, জামাতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম, হাজি ডা. আব্দুল ওহাবসহ হাজারো মানুষ মরহুমের জানাজায় অংশ নেয়। ১০ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ছিলেন ৯ম। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে নাতি নাতকুড়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।