ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের স্কুলছাত্র রবিউল হক রাফিকে (১৩) দুর্বৃত্তরা অপহরণ করেছে। পুলিশ অপহরণের ১২ দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষন পাইলট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র রাফি একই উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। গত ৩০ ডিসেম্বর স্কুলে যাওয়ার সময় দুর্দৃত্তরা তাকে অপহরণ করে।
অপহৃত স্কুল ছাত্রের মা আমেনা খাতুন জানান, ওইদিন স্কুলের বার্ষিক পরীক্ষার ফল আনতে গিয়ে আর ফেরেনি রাফি। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে গত ১ জানুয়ারি কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি জানান, থানায় জিডি করার পর গত ৩ জানুয়ারি রাতে ০১৮৫৯-২৬৭৫০২ নম্বরের মোবাইলফোন থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরদিন ছেলেকে সুস্থভাবে ফিরে পেতে ২ লাখ টাকা দাবি করে আবারো ফোন করে অপহরণকারীরা। এ সময় তারা টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেয়। রাফির বাবা মনিরুল ইসলাম জানান, দু বার ফোন করার পর ওই ফোন নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ছেলেকে ফিরে পেতে মা আমেনা খাতুন ও বাবা মনিরুল পুলিশ ও র্যা বের সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, রাফিকে অক্ষত উদ্ধার ও অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।