স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দু দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দে। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, এসি ল্যান্ড সোনিয়া হাসান, চুয়াডাঙ্গা সদর এসি ল্যান্ড মারুফুল আলম, সহকারী কমিশনার সৈয়দা নাফিজ সুলতানা, টুকটুক তালুকদার, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন নতুন উদ্ভাবনী আবিষ্কার করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব কিছু এখন হাতের নাগালে। আমাদের দেশকে ডিজিটাল ও আমাদের ছেলে-মেয়েদেরকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তথ্য প্রযুক্তি হবে ছেলে-মেয়েদের হাতিয়ার। ছেলে-মেয়েরা যেখানে পড়াশোনা করবে সেখানকার মান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রামের কৃষকদের কাছে আইটি পৌঁছে দিতে হবে। যাতে কৃষকরা সঠিকভাবে জানতে পারে বিভিন্ন পণ্যের মূল্য সম্পর্কে। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার জন্য যে বক্তব্য দিয়েছেন তা কার্যকর করা হবে। ডিজিটাল করার লক্ষ্যে আমরা অনেক দূর যেতে পারবো। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের সাফল্য অর্জনসহ বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়েব পোর্টাল নির্মাণ, তথ্যসেবা কেন্দ্র স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সেনিটেশন, শিশু ও মাতৃমৃত্যু হার, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাতের সাফল্যের বিষয়ে এই মেলায় তুলে ধরা হবে। এছাড়া মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এবছর টাউন ফুটবল মাঠে মেলার কার্যক্রম চলবে। আগামী ২৫ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।