স্টাফ রিপোর্টার: ‘খোদ কৃষকের হাতে জমি দাও, ভূমি সংস্কার কর, কৃষি ও কৃষকের স্বার্থে বাজার চাই’ ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো, কৃষি আদালত ও ভূমি আদালত গঠন কর’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ২টার দিকে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম। জেলা যুবমৈত্রীর সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মজনুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন। পরে গণসঙ্গীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, দেশের মূল উন্নয়নের কারিগর কৃষকদের দাবিদাওয়া পূরণের মাধ্যমে কৃষকদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে কাঙ্ক্ষিত উন্নতির শিখরে পৌঁছুনো সম্ভব। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে হবে। এছাড়া সাম্রাজ্যবাদ, মৌলবাদী চক্রান্ত রোখা, খাদ্য নিরাপত্তায় যোগ্য কৃষকের হাতে জমি প্রদান, কৃষি বীমা ও পূর্ণ পল্লি রেশনিং চালু করতে হবে। জামায়াত শিবির ও বিএনপির নৈরাজ্য থেকে দেশবাসীকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। অন্য দেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করা হচ্ছে। সকল ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি রেটে বিক্রয়যোগ্য সব ধরনের ফসল সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম, জেলা যুবমৈত্রীর সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন অর রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মজনুর রহমান প্রমুখ। পরে আনোয়ার হোসেনকে সভাপতি, জামাত আলীকে সাধারণ সম্পাদক ও আহসান হাবীবকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।