গাংনী প্রতিনিধি: গাঁজা সেবন ও নিজ হেফাজতে গাঁজা রাখার অপরাধে ইসমাইল হোসেন (৫০) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনি ওই দণ্ডাদেশ দেন। দণ্ডিত ইসমাইল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত আত্তাহিম হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এক অভিযানে গত শনিবার রাতে মহাম্মদপুর গ্রাম থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধ স্বীকার করেন ইসমাইল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আদালতের নির্দেশে গতকালই ইসমাইলকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান গাংনী থানার ইন্সপেক্টর (ওসি-তদন্ত) মোক্তার হোসেন।