আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রকে ৮নং ও ৯নং ওয়ার্ড আ.লীগের সংবর্ধনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রকে ৮নং ও ৯নং ওয়ার্ড আ.লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ৮নং ও ৯নং এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বণ্ডবিলে সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, মীর মহর, সাবেক কৃষি অফিসার আ. সালাম, নবনির্বাচিত কাউন্সিলর হাসান ও পৌর কৃষকলীগের সভাপতি বিল্লাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফায়েত, যুবলীগের সভাপতি জহুরুল, সহকারী শিক্ষক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
অপরদিকে বিকেলে ৮নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ড নওদাবণ্ডবিলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসমান আলী। ৮নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি দেলোয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা পাপন, রায়হান, মহাবুল, বাবু, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, টিটন, সজিব, সাকিব, আওয়ামী লীগ নেতা জাফর আলী, হালীম মুন্সি, আক্তার মিয়া, আব্দুর রাজ্জাক, আশাদুল হক প্রমুখ।