আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের ৫ গরুব্যবসায়ী কুষ্টিয়া পাটিকাবাড়িতে ডাকাতের কবলে : ৪ লক্ষাধিক টাকা ডাকাতি

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের ৫ গরুব্যবসায়ী কুড়িগ্রাম থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের পাটিকাবাড়ি নামক স্থানের মাঠের মধ্যে ডাকাতির কবলে পড়ে। ডাকাত দল রাস্তার ওপর বালির ট্রাক আড় করে দিয়ে তাদের গরুবাহী ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত খেজমতের ছেলে জুড়োন, রবিউলের ছেলে রুবেল, নাজিমদ্দিনের ছেলে হারুন, মতিয়ারের ছেলে আলী হোসেন, শাহার ছেলে খাইরুল এরা সবাই গরু ব্যবসায়ী। গত পরশু শনিবার কুড়িগ্রাম থেকে গরু কিনে গরুবাহী ট্রাকযোগে বাড়ি ফিরছিলো। পথি মধ্যে রাত আড়ইটার দিকে কুষ্টিয়া পাটিকাবাড়ি নামক স্থানের আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ওপর একটি বালি ভর্তি ট্রাক রাস্তার ওপর আড় করে দিয়ে তাদের গতিরোধ করে দেশিয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা ও মোবাইলফোন ডাকাতি করে নেয় বলে তারা জানিয়েছেন।