আলমডাঙ্গার ঘোষবিলার এনএসবি ব্রিকস ও বেলগাছির মানিকের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৭৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো/জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলার এনএসবি ব্রিকস ও বেলগাছির মানিকের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। লাইসেন্সবিহীন ব্যবসা চালানোসহ বিভিন্ন অভিযোগ তুলে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্সবিহীন ইটভাটা ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অভিযোগে ঘোষবিলার এনএসবি ব্রিকস’র মালিক সোহরাব আলির ছেলে ওয়ালকে ৪০ হাজার টাকা ও বেলগাছির ইটভাটা মালিক ফজলুল হকের ছেলে মানিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। সেসময় মানিকের ইটভাটার অবৈধ টিনের চুল্লি ভেঙে দেয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন-২০১৩’র ৪ ও ১৪ ধারায় এ জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান।