মানুষের জলাতঙ্ক হলে তখন সবাইকে কুকুর দেখে
স্টাফ রিপোর্টার: দশম সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জলাতঙ্ক হলে তখন সবাইকে কুকুর দেখে। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি। দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি বিএনপির জনসভায় খালেদা জিয়ার বক্তব্য পত্রিকায় দেখেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, উনি বলেছেন, ওখানে নাকি পুলিশ ছিলো আর কুকুর ছিলো। প্রধানমন্ত্রী বলেন, ভোটিং অফিসার ছিলো, সাংবাদিক ছিলো, ভোটার ছিলো। সবাইকে উনি কুকুর হিসেবে দেখলেন। যখন মানুষের জলাতঙ্ক হয় তখন সবাইকে কুকুর দেখে। উনার দৃষ্টিতে সব কুকুর হয়ে গেলো।
মোহাম্মদপুরে হেলে পড়া ভবনটি সিলগালা করছে রাজউক
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করে দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভবনটি শুধু সিলগালাই নয়, বুয়েট বিশেষজ্ঞদের খরব দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ভবনটির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার পরেই ভবন ভাঙা, সংস্কার কিংবা থাকার সিদ্ধান্ত দেবে। এছাড়া ভবনটি নির্মাণে কোনো প্রকার ত্রুটি আছে কি-না তার কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, মোহাম্মদপুর থানার তাজমহল রোডের সি-ব্লকের ১৯/৪ নম্বর চারতলা ভবনটি হেলে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ছাড়াও রাজউকের কর্মকর্তাগণ উপস্থিত হন। এরপর বাড়ির বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়। পরে ভবনটিতে সিলগালা করে দেয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল ২৮ মার্চ
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মার্চ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার সন্ধ্যায় দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।
পায়ুপথে ইয়াবা : যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: পায়ুপথে ইয়াবা ঢুকিয়ে পাচার করতে গিয়ে টেকনাফে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। নিহত যুবকের নাম মো. ইউনুচ (৩০)। তিনি টেকনাফের কচুবনিয়া এলাকার গোরা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক ঘটনার দিন হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় বোনের বাড়িতে গিয়ে বাথরুমে ঢুকে পায়ুপথে ইয়াবা ঢুকাতে গিয়ে বেহুশ হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা নূর আলম দীন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই যুবকটি মারা গেছে।
সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় ফিরে হাসপাতালে দিতি
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ এমআইওটি হাসপাতলে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ফিরেছেন নন্দিত চিত্রনায়িকা দিতি। প্রায় ৩ মাস চেন্নাইয়ের ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসার পর ছেলে শাফায়াত ও মেয়ে লামিয়াসহ বিকেল ৪টার ফ্লাইটে ঢাকায় ফেরেন। অনেকদিন ধরে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। ঢাকায় ফেরার পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি নিওরো সেন্টারের পরিচালক ডা. সৈয়দ সাঈদ আহমেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন। দিতির ঢাকার ফেরার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, শুনলাম দিতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। চেন্নাইয়ে যাবার আগে আমি তাকে যেমন খারাপ অবস্থায় দেখেছি, বর্তমানে সেরকমই আছেন। আমরা শিল্পীরা সবাই তাকে দেখতে যাবো। অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজও করছিলেন।