দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো। রবিবার বেলা ১১টা ৭ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে। লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে শরিক হয়েছেন। মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদ। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান। আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নার রোল পড়েছে মুসল্লিদের মধ্যে।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়। মাঝে চারদিন বিরতি দিয়ে ৩২ জেলা নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। আর ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।