টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার গড়গড়ি আশ্রয়ণের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ)

গাছ কেটে নাও মনের মতো
রোজ রোজ এক নাগাড়ে
সবুজ শ্যামল দেশখানা তাই
যাচ্ছে চলে ভাগাড়ে।

কার ক্ষমতায় করছো কতো
আজব রকম পাকামো,
রাতে দিনে তোমরা নাকি
করো অনেক আকামও।

সরকারি মাল যায় দরিয়ায়
আমার তোমার হাদানেই,
খাচ্ছো লুটে মামা আছে
তাই কোনো কি বাধা নেই?

_আহাদ আলী মোল্লা।
09.01.16