আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি মামলার সন্দেহভাজন দু আসামিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গত শুক্রবার দিনগত রাতে উপজেলার খুদিয়াখালী গ্রামের মৃত আরজেত আলীর ছেলে হারুন (৩০) ও কান্তপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ফিরোজ আলীকে (২৬) আটক করেছে। তাদেরকে চুয়াডাঙ্গা ডিলাক্সে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। গত ৬ জানুয়ারি ভোরে খুদিয়াখালী ব্রিজের নিকটবর্তী স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করা হয়। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসের ভেতর উঠে যাত্রীদের মারধর করে সোনার গয়নাসহ লক্ষাধিক টাকা লুট করে নেয়। আটক সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।