ক্রিকেট বিষয়ক বিখ্যাত ওয়েব সাইট ‘ক্রিকেট ওয়ার্ল্ডের’ জরিপে ২০১৫ সালের বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এছাড়া বিভিন্ন ক্যটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন জো রুট, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড এবং জস বাটলার। ভক্তদের ভোটে ২০১৫ সালের বর্ষ সেরা খেলোয়াড়, ব্যাটসম্যান, বোলার উইকেটরক্ষক এবং দল নির্বাচন করে ওয়েবসাইটটি। ২০১৫ সালে দ্রুততম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি এবং ১৫০ রান সংগ্রহের মাধ্যমে ক্রিকেট ইতিহাসের অনেক রেকর্ডের মালিক বনে গেছেন এবি ডি ভিলিয়ার্স। গেল বছরে ক্রিকেটের তিন ভার্সন মিলিয়ে ৩২ ম্যাচে ৫৯.৫১ গড়ে মোট ১৮৪৫ রান করেছেন ডি ভিলিয়ার্স। যার মধ্যে ছিল ছয়টি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরি।