আলমডাঙ্গার কৃতী সন্তান খসরুজ্জামান খসরুকে ফুলেল অভ্যর্থনা

আলমডাঙ্গা ব্যুরো: কানাডার ইউকন রাজ্যের সড়ক ও গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী (ম্যানেজার) আলমডাঙ্গার কৃতী সন্তান খসরুজ্জামান খসরুকে ফুলেল অভ্যর্থনা দেয়া হয়েছে। অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কম’র পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় এ অভ্যর্থনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান সাম্প্রতিকী ডট কম’র সম্পাদক রহমান মুকুল, বার্তা সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, সহবার্তা সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, সাম্প্রতিকী ডট কম’র ক্রীড়া প্রতিবেদক তৌহিদ হোসেন, আরশীনগর বিভাগের প্রতিবেদক ডা. আতিকুর রহমান, ঢাকা মিরপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ রানা লিটন প্রমুখ।
আলমডাঙ্গার কালিদাসপুরের সন্তান খসরুজ্জামান খসরু ১৯৯০ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পাস করার পর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরে কানাডার প্রখ্যাত রায়ারসন ইউনিভারসিটি থেকে এমএস করেন। অতুলনীয় মেধাবী খসরুজ্জামান পড়াশোনা শেষে ২০১১ সালের ডিসেম্বরে কানাডায় পাবলিক সার্ভিস অব কানাডা (পিএসসি) গভর্নমেন্ট অব ইউকন পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে সেদেশের ক্যাডার সার্ভিসে সড়ক ও গণপূর্ত বিভাগে যোগদান করেন। চাকরি ক্ষেত্রে ঈর্ষণীয় পারদর্শিতার প্রমাণ দিয়ে মাত্র ৩ বছরেই তিনি কানাডা জয় করেন। এখন তিনি কানাডার ইউকন রাজ্যের সড়ক ও গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর (ম্যানেজার) পদে অধিষ্ঠিত। একই সাথে সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ কানাডার ইউকন প্রদেশের সরকারি কর্মকর্তাদের ইউনিয়নের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। রীতিমত সাদাদের সাথে ভোটযুদ্ধ করে এ বিরল সাফল্য ছিনিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি সপরিবারে দেশে বেড়াতে এসেছেন।