মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও যুগ্মসম্পাদক বদরুল আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিবেশক সমিতির উদ্যোগে রিপন টাওয়ারের ৬ষ্ঠ তলায় সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের অফিস প্রাঙ্গনে ও সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি আকবর আলী, যুগ্মসম্পাদক শামিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবু হোসেন কানন, আখতারুজ্জামান সুমন প্রমুখ।
মাহফুজুর রহমান রিটন জেলা যুব লীগের আহ্বায়ক ও বদরুল আলম গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ায় পরিবেশক সমিতির পক্ষ থেকে তাদের দুজনকে ক্রেস্ট প্রদান করা হয়।