গাংনী প্রতিনিধি: ঘরের তালা ভেঙে ৮ ভরি সোনার গয়না ও লক্ষাধিক টাকা চুরি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কৃষক জুয়ের মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, কাজিপুর গ্রামের ব্রিজ বাজারপাড়ার কৃষক জুয়েল মিয়া গতকাল সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে যান। বাড়িতে অন্য কেউ না থাকায় মেন গেট ও ঘরের দরজাগুলোতে তালা লাগানো ছিলো। এ সুযোগে চোরের দল গেট ও ঘরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা আলমারি ও বাক্সের মধ্য থেকে স্ত্রী ও মেয়ের ব্যবহৃত ৮ ভরি সোনার গয়না ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা চুরি করে। সন্ধ্যায় বাড়ি ফেরার কিছুক্ষণ আগে প্রতিবেশীরা জুয়েল মিয়াকে ঘরের তালা ভাঙার বিষয়টি অবগত করেন। তিনি বাড়ি ফিরে গয়না ও টাকা চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় গ্রামের কয়েকজনকে সন্দেহ করছেন জুয়েল। মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানায় জুয়েলের পরিবার।