স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে দৌলাতদিয়াড় বঙ্গজপাড়া সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে জুনিয়র একাদশ নির্ধারিত ১২ ওভারে ১০৫ রান করে। জবাবে সিনিয়র একাদশ ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৫ রানে গুটিয়ে যায়। ফলে ১০ রানে জুনিয়র একাদশ জয়লাভ করে। খেলার শুরুতেই জুনিয়র একাদশের শান্ত ধৈর্যশীল ব্যাটিং করলেও পরবর্তীতে ভয়ঙ্কররূপে ছয় চারের বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে রানের পাহাড় করে তোলে। শেষ দিকে পাপ্পুর মিনি ঝড়ে নির্ধারিত ১২ ওভারে ১০৫ রান সংগ্রহ করে। সিনিয়র একাদশের খেলোয়াড়দের যাওয়া আসার মিছিল চলতে থাকলে মেহেদী হাসান রাজা ব্যাটিঙে এসে প্রতিরোধ করার চেষ্টা করে। সে জুনিয়র একাদশের রফিকের ওভারে বেধড়ক পিটিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। জুনিয়র একাদশের খেলোয়াড়রা হলো: অন্তর, নয়ন, রাকিব, শান্ত, পাপ্পু, রফিক, আলামিন, হাসিব ও সাকিব। সিনিয়র একাদশ-শিমুল, এ.আর রুমি, মেহেদী হাসান রাজা, আমান, শামীম হাসান, রাকেশ ও আরাফাত।