নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। অভিবাসীরা জানায়, পাচারকারীরা তাদের রাস্তায় ফেলে চলে গেছে। এমন সময়ই পুলিশ তাদের উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। গতকাল শুক্রবার দেশটির পুলিশ কমিশনার লিওনিডাস রক বলেন, এই বাংলাদেশিদের কোস্টারিকা থেকে হন্ডুরাস নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথ হিসেবে নিকারাগুয়েতে প্রবেশ করে।’ বৃহস্পতিবার মাঙ্গুয়া থেকে ১২ কিলোমিটার দূরে একটি মহাসড়ক থেকে তাদের উদ্ধার করা হয় বলেও জানান তিনি। উদ্ধার অভিবাসীদের মধ্যে একজন জানান, নিকারাগুয়া দিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছেন। দেশত্যাগের কারণ জানতে চাইলে একজন বলেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন।