স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পরিচিত মুখ আব্দুস সালাম জোয়ার্দ্দার ওরফে খায়বার টিটি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল বাদ জুম্মা চুয়াডাঙ্গা মসজিদপাড়া মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রাক্তণ শিক্ষিকা রওশন ফিরোজা সালাম ঝর্ণাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত গোলাম মোস্তফা জোয়ার্দ্দারের ছেলে। তিনি কবরী রোডে বসবাস করতেন। স্ত্রী ঝর্ণা চুয়াডাঙ্গা সরকারি ভি.জে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। ঝর্ণা-খায়বার দম্পতির একমাত্র ছেলে শুভ ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকালের পর এই পরিবারে নেমে আসে স্থবিরতা। এরপর থেকেই মূলত অসুস্থ যেমন খায়বার টিটি, তেমনই তার স্ত্রী। গতপরশু সন্ধ্যায় ঢাকার একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় খায়বার টিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।