গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাওট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বাওট শাপলা ক্লাব। গত বৃহস্পতিবার বিকেলে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাঁশবাড়িয়া দলকে ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার শুরুতেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সেলিম রেজা গোল করে দলকে এগিয়ে নেন। গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হয় বাঁশবাড়িয়া। ১-০ গোলের ফলাফলের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার পুরো নিয়ন্ত্রণের মধ্যদিয়ে বিজয়ী দলের জেসন ও মিঠু দুটি গোল করলে জয়-পরাজয়ের ব্যবধান বেড়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিয়ামত আলী।