সম্প্রতি সালমান খানের পানভেলের খামারবাড়িতে তার ৫০তম জন্মদিন পালন করা হয়। ওই দিন পার্টিতে আসা অতিথিদের সবাই অনেক হৈ হুল্লোড় করেছেন। কিন্তু এমন আনন্দময় দিনেও মন খারাপ ছিলো ‘বাজরাঙ্গি ভাইজান’র জানেমান লিলুয়া ভানতুরের! ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক খবরে বলা হয়েছে, সাল্লুভাইয়ের ৫০তম জন্মদিনে মনে মেঘ জমেছিলো লিলুয়ার। আর এর জন্য দায়ী একটি ভিডিও ক্লিপস। সূত্র জানিয়েছে, সালমানের জন্মদিনের পার্টিতে উপস্থিত হতে না পেরে শাহরুখ খান, সোনম কাপুর, সোনাক্ষী সিনহার মতো অনেকেই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। ওইদিন পার্টিতে একটি ভিডিও ক্লিপস সঙ্গে নিয়ে উপস্থিত হন ভানতুর। এতে তার নিজের গলায় গাওয়া একটা গান ছিলো। তিনি চেয়েছিলেন, সব অতিথির সামনে যেনো ভিডিও ক্লিপসটি দেখানো হয়। কিন্তু সালমান তার চাওয়ার গুরুত্ব দেননি। আর এতে মন খারাপ হয় তার। লিলুয়া জানিয়েছেন, এই ভিডিও নিয়ে তিনি ভীষণ ‘এক্সাইটেড’ ছিলেন। পার্টি শুরু হওয়ার আগে কয়েকজন অতিথিকে ভিডিওটি দেখিয়েও ছিলেন তিনি, তারা প্রশংসাও করেছেন বিস্তর। আর সেই ভিডিও কিনা আড়াল করে রাখলেন সালমান! এ ব্যাপারে বলিউড লাইফ অবশ্য একধাপ বাড়িয়ে লিখেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লিলুয়ার সাথে সম্পর্কের ব্যাপারটা গোপন রাখতেই ভিডিওটি আড়াল করেন সালমান। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও বলিউড লাইফ।