মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মা মিনা কিন্ডার গার্টেনের উদ্যোগে পাগল সমাবেশ শেষে বাল্যবিয়েমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে আলোচনাসভা ও নাটক ‘ময়নার বিয়ে’ মঞ্চায়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গোভীপুর বড়মসজিদপাড়ায় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রখেন মা-মিনা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মাসুম পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা বেগম। বক্তব্য রাখেন নাহিদ বিশ্বাস, মনিরুজ্জামান জিয়া, গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। এর আগে সেখানে পাগল সমাবেশ শেষে ৫৩ পাগলের প্রত্যেককে একটি করে কম্বল দেয়া হয়। পরে সেখানে বাল্যবিয়ে রোধে শাহিনুর রহমানের রচনা ও পরিচালনায় নাটক ‘ময়নার বিয়ে’ মঞ্চায়ন করা হয়।