স্টাফ রিপোর্টার: মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা থেকে বিরত রাখার কথা ভাবছে বিসিবি। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও খেলতে নিষেধ করা হতে পারে ক্রিকেট বিশ্বে চমক জাগানো এ পেসারকে।
পিএসএলের নিলামে মুস্তাফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। ‘গোল্ড’ ক্যাটেগরির ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ পাবেন ৫০ হাজার ডলার। তবে মুস্তাফিজকে আদৌ পিএসএলে খেলতে দেয়া উচিত কি-না, সেটা নিয়ে ভাবছে বিসিবি। বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছেন, ভাবনা প্রথম আসে মাশরাফি বিন মুর্তজার মাথায়। মুস্তাফিজের বোলিং এখনও ক্রিকেট বিশ্বের অনেক ব্যাটসম্যানের কাছে রহস্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই রহস্যের জট খোলার পথ করে দিতে চান না বাংলাদেশ অধিনায়ক। বাইরের লিগে খেললে মুস্তাফিজের বোলিং কিছুটা হলেও উন্মুক্ত হওয়ার সুযোগ থাকেই। প্রযুক্তির এই যুগে আস্তে আস্তে তার বোলিং এমনিতেও পড়তে শুরু করবে বিপক্ষ দলগুলো। তবে বিশ্বকাপের আগে ঝুঁকিটা নিতে চান না মাশরাফি।
বিসিবির ওই সূত্র জানিয়েছে, মুস্তাফিজের সম্ভাব্য চোট-শঙ্কাও ভাবাচ্ছে মাশরাফিকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মরসুমেই অনেক ম্যাচ খেলতে হয়েছে তরুণ পেসারকে। টুকটাক চোটের কারণে বিপিএলের শেষ দিকে নিজের মূল অস্ত্র ‘কাটার’ ঠিকঠাক করতে পারেননি মুস্তাফিজ। শরীরটাও এখনও সুগঠিত নয়। ক্যারিয়ারের শুরুতে মাশরাফি নিজে অতি বোলিং করে যেভাবে ক্যারিয়ারটাই ঝুঁকিতে ফেলেছিলেন, সেই একই ভুলের পথে মুস্তাফিজকেও ঠেলে দিতে চান না অধিনায়ক।