মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে তিন রানের শ্বাসরূদ্ধকর জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ফলে দু ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বে ওভালে টস জিতে নিউজিল্যান্ডের হাতে ব্যাট তুলে দেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাট চালান নিউজিল্যান্ডের দু ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতে দু জনে যোগ করেন ১০১ রান। গাপটিল ৩৪ বলে ৫৮ ও উইলিয়ামসন ৪২ বলে ৫৩ রান করে ফেরেন। এরপর কলিন মুনরো, রস টেইলর ও গ্র্যান্ট ইলিয়টের ব্যাটে চার উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৯ রানে থামে লঙ্কানদের ইনিংস।। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের পেসার টেন্ট বোল্ট।