স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দরা গ্রামের শিশু সৌরভ দাস হত্যার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে গ্রেফতার হয়েছে সুবর্ণসরা গ্রামের বিএনপি নেতা মিন্টু হত্যা মামলার এক আসামি।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের বিশুদেব বিশ্বাস (২৬) ও একই গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের ছেলে বিষ্ণপদ বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, পুলিশ পৃথক আরেকটি অভিযানে যশোরের আন্দলপোতা গ্রমের সিফাতুল্লাহ বিশ্বাসের ছেলে আকবর আলী বিশ্বাসকে (৩২) গ্রেফতার করে। ওসি জানান, নিখোঁজের পর ২৮ ডিসেম্বর রায়গ্রামের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ৬/৭ বছরের শিশু সৌরভ দাসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ২৯ ডিসেম্বর সুবর্ণাসরা গ্রামের মাঠে পুকুরে মাছের খাবার দেয়ার সময় চিহ্নিত সন্ত্রাসীরা বিএনপি নেতা মিন্টু বিশ্বাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।