জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে বিরোধপূর্ন ১১৬ বিঘা খাস জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ৪২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মোহাম্মদ আলীর ভাই আবদুস সালাম বাদী হয়ে গত বুধবার রাতে জীবননগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক মোল্লাও তার ছেলে একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসাবুল হক মিল্টনসহ ৪২ জনকে আসামি করা হয়েছে।
এদিকে পুলিশ ইতোমধ্যেই এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানিয়েছেন। ওসি আরো জানান, এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে যেন আর কোনো সহিংস ঘটনা না ঘটে এজন্য গঙ্গাদাসপুর গ্রামে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুজন কর্মকর্তাসহ পুলিশের ২৫ সদস্যকে সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে।
উল্লেখ্য, সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে ৩৪ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাসকৃত ভূমিহীনদের ১১৬ বিঘা জমির দখল নিতে গ্রামের গোলদার গ্রুপ গত ৪ জানুয়ারি রাতে বোমা ও অস্ত্র নিয়ে ভূমিহীনপাড়ায় হামলা চালায়। এ হামলায় মোহাম্মদ আলী (৪৮) ও শাহাবুদ্দিন (৬৫) নামে দু ভূমিহীন নিহতসহ ৫ নারী-পুরুষ আহত হয়।