মাথাভাঙ্গা মনিটর: টানা দ্বিতীয় দিনের মতো সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের খেলা ভারী বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনের ম্যাচটি মধ্যাহ্ন বিরতির সময় বাতিল হয়ে যায়। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি আর শুরু হওয়া সম্ভব নয় বলেই টানা দ্বিতীয় দিনের মত একটি বলও মাঠে না গড়ানো স্বত্বেও দিনের খেলা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে তৃতীয় দিনেও ভারী বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আজ তাই ৫০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন সিডনি ক্রিকেট গ্রাউন্ডটি প্রায় পুরোটাই ফাঁকা ছিলো। দর্শকশুন্য মাঠে কেবলমাত্র নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে উপস্থিত হতে দেখা গেছে। পরপর দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় টেস্টটি অবধারিত ভাবেই ড্রয়ের দিকে এগুচ্ছে। শেষ টেস্টে এখন পর্যন্ত মাত্র ৮৬.২ ওভার খেলা হয়েছে। গত সোমবারের দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৭ উইকেটে ২৪৮। দিনেশ রামদিন ৩০ ও কেমার রোচ শূন্য রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এই নিয়ে মাত্র পঞ্চমবারের মতো বৃষ্টির কারণে টানা দুই দিনের ম্যাচ পরিত্যক্ত হলো। ২৬ বছর পরে এটা প্রথম ঘটনা। এর আগে ১৯৩১-৩২ সালে ব্রিসবেনের গ্যাবায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে এসসিজিতে, ১৯৫৪-৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে এসসিজিতে ও ১৯৮৯-৯০ সালে পাকিস্তানের বিপক্ষে এসসিজিতে টানা দুইদিন বৃষ্টির কারণে খেলা হয়নি। হোবার্ট ও মেলবোর্ন টেস্টে বড় ব্যবধানে জয়ী হয়ে ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাসস।