ভালো শিক্ষার্থী হতে হলে লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চার বিকল্প নেই :হুইপ ছেলুন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: ‘ভালো লেখাপড়া ও ভালো শরীর গঠনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই’ গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে জেলা পর্যায়ের ৪৫তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জীবননগর মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন-আজাদ সুস্থির, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা হাবিবুর রহমান, মনিরুজ্জামান ও ইমতিয়াজ আলী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৪৫তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির চুয়াডাঙ্গা জেলা সম্পাদক জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। ৩ দিনব্যাপি অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী দিনে দিনব্যাপি চলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। ৩৩টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দলীয় ইভেন্ট বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়, বালিকা ক্রিকেট দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বালক ভলিবলে চ্যাম্পিয়ন হয় দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দূরপাল্লার ১৫শ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের হামিদুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রধান শিক্ষক নুর হোসেন।